Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


গ্রাম পুলিশ

স্থানীয় সরকার(ইউনিয়নপরিষদ) আইন, ২০০৯( ২০০৯সনের৬১নংআইন)

 

  • একজন গ্রাম পুলিশ দিনে ও রাতে ইউনিয়নে পাহাড়া ও টহলদারী করেন।
  • অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করেন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করেন।
  • চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করেন।
  •  অন্য নির্দেশ না থাকলে প্রতি পনের দিন অন্তর এলাকার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
  • ইউনিয়নের খারাপ চরিত্রের লোকেদের গতিবিধি লক্ষ্য করেন এবং মাঝে মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পাশের এলাকা থেকে আগত কোন সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি সম্পর্কেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
  • ইউনিয়নে লুকিয়ে থাকা কোন ব্যক্তি, যার জীবন ধারণের জন্য প্রকাশ্য কোন আয় নেই বা যে তার নিজের পরিচয় সম্পর্কে সন্তোষজনক কোন জবাব দিতে পারেনা, এমন লোক সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রিপোর্ট প্রদান করেন।
  • থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সে সকল বিষয় সম্পর্কে অবহিত করেন, যা বিরোধ, দাংগা-হাংগামা বা তুমুল কলহ সৃষ্টি করতে পারে এবং জনগণের শান্তি বিঘ্নিত করতে পারে।

 

জন্ম তারিখ

যোগদানের তারিখ

সামসুল হক চৌং,

২৫/১২/১৯৬৩

২২/০৬/১৯৮১

নুর হোসেন চৌং

৩১/১২/১৯৬২

২২/০৬/১৯৮১

 

 

 

মোঃনুরহোসেনচৌং

১৮/০৯/১৯৬৫

১/১২/১৯৮৬

মোঃ দেলোয়ার হোসেন চৌ

০১/১২/১৯৮০

০১/০৩/২০০৪

মোঃআ: মান্নানচৌং

০১/০৬/১৯৭৭

০১/০৩/২০০৪

মোঃজালালআহম্মেদ

০১/০৩/১৯৭৫

০১/০৩/২০০৪

মোঃআমিরুলচৌং

০১/০৫/১৯৮১

০৩/০৯/২০০৬