Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


শিরোনাম
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির ফরম বিতরণ প্রসঙ্গে।
বিস্তারিত

উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষন পূর্বক আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নরত মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শীদ পরিবারের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য বঙ্গবন্ধু ছাত্র বৃত্তি চালু হয়েছে। ৪র্থ বর্ষে বৃত্তির জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা এই বৃত্তির আওতাভুক্ত হবে। সকল শ্রেনীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান ও পরবর্তী প্রজন্মের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মধ্যে ‌বঙ্গবন্ধু ছাত্র বৃত্তির বিষয়টি ব্যাপক প্রচারের জন্য আপনার সহযোগিতা কামনা করা হচ্ছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু ছাত্র বৃত্তির বিষয়টি ব্যাপক প্রচারের জন্য নিম্নোক্ত পত্রিকা সমূহে বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে।

১। দৈনিক ইত্তেফাক (জাতীয় পত্রিকা)

২। The Daily Star(,,)

     আশা করা যায়- আগামী ২/১ দিনের মধ্যে পত্রিকাগুলিতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বঙ্গবন্ধু ছাত্র বৃত্তির বিষয়টির ব্যাপক প্রচার ও যোগ্য আবেদনকারী সকলে যাতে সহজে আবেদন ফরম পেতে পারে এ কারণে ফরম প্রাপ্তির স্থান সমূহের মধ্যে জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড কার্যালয়ের নাম পত্রিকার বিজ্ঞপ্তিতে ব্যবহার করা হয়েছে। আপনার জেলার জেলা সদর ও সকল উপজেলা সমূহে আনুপাতিক হারে বিতরণের জন্য বঙ্গবন্ধু ছাত্র বৃত্তির ফরম অত্রসাথ প্রেরণ করা হলো। ফরমগুলি উপজেলা নির্বাহী অফিসে সুষ্ঠুভাবে বিতরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ফরমের ফটোকপিও ব্যবহারযোগ্য। উল্লেখ্য, বৃত্তির ফরম মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর ওয়েব সাইট bffwt.gov.bd-এ পাওয়া যাবে। উক্ত ওয়েব সাইট থেকে ডাউনলোড করে আবেদন করা যাবে। পূরণকৃত আবেদনপত্র কল্যাণ বিভাগে পৌছানোর শেষ তারিখঃ ২০/০৬/২০১৬খ্রিঃ।

            সহযোগিতার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ।

স্বাক্ষরিত

(মোঃ আবু তালেব মোল্লা)

পরিচালক কল্যাণ

ফোন-৯৫১৪৬২২

সংযুক্তঃ১। ১০ ফর্দ আবেদন ফরম।

           ২। ১০ বিজ্ঞপ্তি।

 

অনুলিপিঃ

১। ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের একান্ত সচিব, অত্র ট্রাস্ট, ঢাকা।

২। অফিস কপি।

ডাউনলোড
প্রকাশের তারিখ
30/05/2016